একুশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভায় যোগ দেওয়ার পাক মুহূর্তে তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
বৃহস্পতিবার বিকেলে মালদার মোথাবাড়িতে মোথাবাড়ি হাইস্কুল মাঠ সংলগ্ন এলাকা থেকে এই মিছিল শুরু হয়। এরপর মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিনের এই মিছিলের নেতৃত্বে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। কয়েক কিলোমিটার পায়ে হেঁটে কালিয়াচকের চৌরঙ্গী মোড় এলাকায় এসে মিছিল শেষ হয়।